বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের ১নং ওয়ার্ডের প্রান কেন্দ্রে অবস্থিত। ১নং ওয়ার্ডটি দাড়িয়াপুর গ্রামের উত্তর পার্শ্বে বংশাই নদীর পাড়ে এবং কালিয়ান গ্রামের দক্ষিণ অংশ নিয়ে গঠিত। এই ১নং ওয়ার্ডে কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই। শুধুমাত্র দাড়িয়াপুর দক্ষিণ পাড়া একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি কিন্ডার গার্ডেন স্কুল আছে।এই ওয়ার্ডের জনগন প্রায় ৪০০০ থেকে ৫০০০ হাজার হবে এবং এই বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০ থেকে ৩৫০ জন।
জনাব মোঃ ইমাম হোসেন সাহেবের সহযোগীতায় ডাঃ নারায়ন চন্দ্র সরকারের বিদ্যালয়ের জমি দান করার কারনে ১৯৯৩ইং সালে প্রথমে বিদ্যালয়টি কমিউনিটি নামে স্থাপিত করা হয়।পর্যায়ক্রমে বা ধাপে ধাপে বিদ্যালয়টি উন্নতির অগ্রযাত্রার পথে পা ফেলে। এই বিদ্যালয়টি ১৯৯৩ইং সাল থেকে শুরম্ন করে ২০১১ইং সাল পর্য়মত্ম দাড়িয়াপুর কমিউনিটি বিদ্যালয়টি খুবই অবহেলিত ও অস্বচ্ছল ছিল।বর্তমান সরকার ২০১১ইং সালে সকল কমিউনিটি বিদ্যালয়গুলোকে রেজিষ্ট্রেশনের আওতায় নিয়ে আসে। তাই যে সব স্কুলে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম চালু আছে সেই সব স্কুলগুলো সরকার রেজিষ্ট্রেশন দিয়েছেন।বর্তমানে দাড়িয়াপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ সরকার, পিতাঃ ডাঃ নারায়ন চন্দ্র সরকার এর সার্বিক প্রচেষ্টা এবং এলাকার গনমান্য ব্যক্তি বর্গের সহযোগীতায় বিদ্যালয়টি গড়ে ওঠে এবং এক পর্যায়ে বিদ্যালয়টি সুষ্ঠ,সুন্দর ও সঠিকভাবে পরিচালিত হচ্ছে। ২০১১ সনে রেজিঃ করা হয়। ২০১৩ সনে জাতীয়করন করা হয়েছে।
বর্তমান পরিচালনা কমিটি তথ্যঃ |
|
|
|
২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০%, ২০১২-১০০%, ২০১৩-৯৯%
সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৮ম শ্রেণি পর্যন্ত চালু করা।
রবীন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক। মোবাইল : ০১৭১৪-৭১১২৯৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস