কৈয়ামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর- সিলিমপুর, ইউনিয়ন- দাড়িয়াপুর, উপজেলা- সখিপুর, জেলা- টাংগাইল। বিদ্যালয়টি গ্রামের উত্তর অংশের সখিপুর- খোলাঘাটা সড়কের দক্ষিণ পার্শ্বে ১৫০ মিটার দূরে অবস্থিত। জমির পরিমাণ- ৬০ (ষাট) শতাংশ। চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন। ভবনটি ১৯৯৩-৯৪ইং অর্থ বছরে নির্মিত হয়। বর্তমানে ভবনটি মেরামত করা অতি জরুরী।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ১৯৭২ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখেন জনাব মোঃ নুরুল ইসলাম, পিতা- মৃত করিম উদ্দিন সরকার। মোঃ হারান সিকদার এবং আনসার আলী মুন্সী ৬০ (ষাট) শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করেন। এই জমিতেই বিদ্যালয়টি অবস্থিত। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। দাড়িয়াপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।
ক্রঃনং | নাম | পদবী |
০১। | মোঃ নূরুল ইসলাম | সভাপতি |
০২। | মোঃ ছানোয়ার হোসেন | সহ-সভাপতি |
০৩। | মোঃ আনসার আলী মুন্সী | দাতা সদস্য |
০৪। | মোছাঃ সুফিয়া বেগম | বিদ্যোৎসাহী সদস্যা |
০৫। | মোঃ হায়দার আলী | সদস্য |
০৬। | মোঃ সেলিম মিয়া | সদস্য |
০৭। | হামিদা বেগম | সদস্য |
০৮। | ফাহিমা আক্তার | সদস্য |
০৯। | মোঃ শহিদ মিয়া | ইউ.পি. সদস্য |
১০। | মোঃ নূরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি সদস্য |
১১। | মোহাম্মদ সাইফুল ইসলাম | প্রধান শিক্ষক সদস্য সচিব |
২০০৯ সাল- ১০০%
২০১০ সাল- ১০০%
২০১১ সাল- ১০০%
২০১২ সাল- ৯২%
২০১৩ সাল- ১০০%
বিদ্যালয়টি এক শিফটে চালুকরণ। বিদ্যালয়ের চার পাশে বাউন্ডারী ওয়াল তৈরি করণ। একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করা।
মোবাইলঃ ০১৭২১১৪২৬৩২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস