কাঙ্গালিছেও ইবতেদায়ী মাদরাসা, গ্রামঃ কাঙ্গালিছেও, ডাকঘরঃ দাড়িয়াপুর, ইউনিয়নঃ দাড়িয়াপুর, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। মাদরাসাটি কাঙ্গালিছেও মেইন রোডের উত্তর পার্শে অবস্থিত জমির পরিমাণ ১৬৬ শতাংশ। দুটি ভবন আধাপাকা। দুটি ভবনই মেরামত করা অতি জরুরী।
এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উদ্যোগে ১৯৮৬ সালে একটি মাদারাসা করার উদ্যোগ নেন। গন্যমাম্য ব্যাক্তিদের মধ্যে সবচেয়ে বেশী অবদান রাখেন জনাব আলহাজ্ব আঃ ছালাম। তার বাড়ীতে বাংলাঘরের প্রায় ২বছর লেখাপড়ার স্থান করেদেন। পরবর্তিতে বর্তমানে সেখানে ইবতেদায়ী মাদরাসাটি অবস্থিত সেখানে ১৬৬ শতাংশ জমিদান করেন ঐজমিতে চারচালা টিনের ঘরের মধ্যে লেখাপড়া চালিয়ে যাওয়া হয়। পরে টিনের ঘর নির্মান করা হয়। তার পরে এলাকার অনুদানে টিনের ঘর নির্মান করা হয়। অবশেষে একটি বড় ধরণের মেরামতের টাকা দিয়ে দুই কক্ষ বিশিষ্টি একটি আদাপাকা টিনের ঘর নির্মান করে শ্রেনী কক্ষ চালিয়ে যাওয়া হয়। বর্তমানে দুটি ভবনই মেরামত করা অত্যন্ত জরুরী
বর্তমান পরিচালনা কমিটি তথ্য | সদস্য সংখ্যা ১২ জন। কমিটি গঠন ০৪-০৯-২০১০খ্রিঃ | |
নামঃ | পদবী | |
মোঃ রফিকুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) | সভাপতি | |
আঃ মান্নান মিয়া | সহ-সভাপতি | |
মোঃ মজিবর | সদস্য | |
মোঃ রিয়াজ মিয়া | সদস্য | |
আঃ খালেক মিয়া | সদস্য | |
মোঃ চাঁন মিয়া | সদস্য | |
মোঃ মরতুজ আলী | সদস্য | |
মোঃ আনোয়ার | সদস্য | |
মোঃ কবির মাস্টার | সদস্য | |
মোঃ ছবুর | সদস্য | |
মোঃ ফজলুল হক | সদস্য সচিব | |
আনন্দ সরকার | ইউপিসদস্য | |
শিক্ষক কর্মচারীদের তালিকা
| নামঃ | পদবী | প্রথম যোগদানের তারিখ |
মোঃ ফজলুল হক | ভারপাপ্ত প্রধান শিক্ষক | ০৭-০৩-১৯৮৫খ্রিঃ | |
এস.এম এমদাদ হোসেন | সহকারী শিক্ষক | ০৭-০৪-১৯৮৯খ্রিঃ | |
নাজিম উদ্দিন | সহকারী শিক্ষক | ০৭-০৪-১৯৮৯খ্রিঃ | |
ইব্ররাহীম | সহকারী শিক্ষক | ০৭-০৩-২০০৯খ্রিঃ | |
শহিদুল ইসলাম | সহকারী শিক্ষক | ০৩-০৭-২০১০খ্রিঃ |
২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০%
১৯৮৩ সাধারণ ১জন, ১৯৮৯ টেলেন্টপুলে ১জন, ১৯৯১ সাধারণ ১জন, ১৯৯৩ সাধারণ ১জন, ১৯৯৬ সাধারণ ১জন, ২০০২ সাধারণ ১জন, ২০০৫ সাধারণ ১জন, ২০০৬ সাধারণ ১জন, ২০১০ টেলেন্টপুলে ১জন, ২০১১ টেলেন্টপুলে ১জন।
মোবাইল নং- ০১৭২৬-৬৫০৭৩৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস