কাঙ্গালিছেও দক্ষিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়নঃ দাড়িয়াপুর, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। বিদ্যালয়টি নাকশালা বাজারের ১কিঃ মিঃ পশ্চিমে বংশাই নদীর তীরে অবস্থিত। জমির পরিমাণ ৫৮ শতাংশ। বিদ্যালয় ভবনটি চার কক্ষ বিষিষ্ট একটি একতলা বিল্ডিং ভবন। ভবনটি পুনঃ নির্মান করা অতি প্রয়োজন।
এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উদ্যেগে ১৯৭৩ সালে একটি বিদ্যালয় করার উদ্যেগ নেন। গন্যমান্য ব্যক্তিদের মধ্যে গৌরপদ সরকার বেশী অবদান রাখেন। প্রথমে বাবু শ্রীবাস চন্দ্র রায় মহাশয়ের বাড়িতে বাংলাঘরে প্রায়দুবছর লেখা পড়া স্থান করেদেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযেগিতায় ও বর্তমানে কর্মতর শিক্ষকদের নিজস্ব অর্থায়নে বর্তমানে সেখানে বিদ্যালয় ভবনটি অবস্থিত সেখানে একটি চারচালা টিনের ঘর তৈরি করে শিক্ষার্থীদের লেখা পড়া চালিয়ে যাওয়া হয়। উল্লেখ থাকেযে উক্ত ৫৮ শতাংশ জমি দান করেন শান্তিলাল সরকার, বিলাস সরকার, চেতন সিকদার, দেবেদ্র নাথ সরকার, যশোদা মন্ডল, গৌরপদ সরকার ও মাখন লাল সরকার। গত ১৯৯৪-৯৫ অর্থ বছরে বর্তমান ভবনটি নির্মান করা হয়। বর্তমানে বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন অবস্থায় আছে। ভবনটি পূর্ন নির্মান করা অতি আবশ্যক।
বর্তমান পরিচালনা কমিট তথ্য | সদস্য সংখ্যা ১১জন। কমিটি গঠন ১৫-০৬-২০১৩খ্রিঃ | |
নামঃ | পদবী | |
১। বাবু ভীম চন্দ্র সরকার | সভাপতি | |
২। বাবু আনন্দ সরকার | সহ-সভাপতি | |
৩। বাবু শান্তি লাল সরকার | দাতা | |
৪। ফনীন্দ্র সূত্রধর | সদস্য | |
৫। মোঃ ফরহাদ মিয়া | সদস্য | |
৬। লিপি বেগম | মহিলা সদস্য | |
৭। পুতুল রানী শীল | মহিলা সদস্য | |
৮। মিনতি সরকার | মহিলা সদস্য | |
৯। বাবু আনন্দ মোহন সরকার | ইউপিসদস্য | |
১০। বাবু সরকার সুমন্ত্র কুমার | শিক্ষক প্রতিনিধি সদস্য | |
১১। বাবু কালাচান সরকার | সদস্য সচিব |
২০১১ সাল- ৯২%
২০১২ সাল- ৯৬%
২০১৩ সাল- ১০০%
২০১৪ সাল- ১০০%
২০১৫ সাল- ১০০%
১৯৯০ সালে সাধারণ- ১জন, ২০০৪ সালে সাধারণ- ১জন, ২০১১ সালে ২ টেলেন্টপুলে- ২জন।
শ্রেনী কক্ষ ও শিক্ষক বৃদ্ধি করে দুই শিফট বিদ্যালয় গুলোকে এক শিফটে চালু করা প্রয়োজন। বিদ্যালয়ের সামনের মাঠটি ভরাট করা ও চার পাশে প্রাচীর করা প্রয়োজন।
বিদ্যালয়টিতে ৮ম শ্রেনি পর্যন্ত চালু করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস