দেওবাড়ী ৫৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়নঃ দাড়িয়াপুর, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। বিদ্যালয়টি দেওবাড়ী বাজার অবস্থিত। জমির পরিমাণ ৫২ শতাংশ। বিদ্যালয় ভবনটি চার কক্ষ বিষিষ্ট একটি একতলা বিল্ডিং ভবন। পুরাতন ভবনটি পুনঃ নির্মান করা অতি প্রয়োজন।
এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ১৯৯৩ সালে একটি বিদ্যালয় করার উদ্যেগ নেন। গন্যমান্য ব্যক্তিদের মধ্যে জনাব মোঃ মকবুল হোসেন বেশী অবদান রাখেন। প্রথমে। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযেগিতায় ও বর্তমানে কর্মতর শিক্ষকদের নিজস্ব অর্থায়নে বর্তমানে সেখানে বিদ্যালয় ভবনটি অবস্থিত সেখানে একটি বিল্ডিং ঘর তৈরি করে শিক্ষার্থীদের লেখা পড়া চালিয়ে যাওয়া হয়। উল্লেখ থাকেযে উক্ত ৫২ শতাংশ জমি দান করেন মৃত মনির উদ্দিন। গত ১৯৯৩-২০১৩ অর্থ বছরে বর্তমান ভবনটি নির্মান করা হয়। বর্তমানে বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন অবস্থায় আছে। ভবনটি পূর্ন নির্মান করা অতি আবশ্যক।
বর্তমান পরিচালনা কমিট তথ্য | সদস্য সংখ্যা ১১জন। কমিটি গঠন ১১-০৬-২০০৩ খ্রিঃ | |
নামঃ | পদবী | |
১। মোঃ মকবুল হোসেন | সভাপতি | |
২। মোঃ ফজলুর রহমান | সহ-সভাপতি | |
৩। আবুল হাশেম | সদস্য | |
৪। মোঃ আল-আমিন মিঞা | বিদ্যোৎসাহী সদস্য | |
৫। মোঃ জসিম উদ্দিন | সদস্য | |
৬। ফরিদা পারভীন | মহিলা সদস্য | |
৭। মোঃ আঃ আজিজ মিয়া | ইউপিসদস্য | |
৮। জাহানারা আক্তার | মহিলা সদস্য | |
৯। লাভলী আক্তার | মহিলা সদস্য | |
১০। সুফিয়া আক্তার | শিক্ষক প্রতিনিধি সদস্য | |
১১। মোঃ জিন্নাহ মিঞা | সদস্য সচিব |
২০০৯-৯৮%, ২০১০-১০০%, ২০১১-১০০%। (পাশ)
শ্রেনী কক্ষ ও শিক্ষক বৃদ্ধি করে দুই শিফট বিদ্যালয় গুলোকে এক শিফটে চালু করা প্রয়োজন। বিদ্যালয়ের সামনের মাঠটি ভরাট করা ও চার পাশে প্রাচীর করা প্রয়োজন।
বিদ্যালয়টিতে ৮ম শ্রেনি পর্যন্ত চালু করা।
মোঃ জিন্নাহ মিঞা
মোবাইল নম্বর | ০১৭৪১-১৮৮১৫৮ |
দেওবাড়ী ৫৮নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রামঃ দেওবাড়ী, ডাকঘরঃ দাড়িয়াপুর, সখিপুর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস