প্রতিমা বংকী সরকারী প্রাথমিক বিদ্যালয়,ইউনিয়নঃ দাড়িয়াপুর, ডাঘর + উপজেলাঃ সখিপুর জেলাঃ টাংগাইল। বিদ্যালয়টি মেইন রোডের পশ্চিমপাশে ০২ কিলোমিটার দুরে অবস্থিত। জমির পরিমাণ ১২০ শতাংশ। দুটি ভবন একটি পাকা অন্যটি দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা। দুটি ভবন মেরামত করা অতি জরুরী
এলাকার গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ১৯৩৮ সালে একটি বিদ্যালয় করার উদ্যোগ নেন। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশী অবদান রাখেন জনাব খোয়াজ আলী তালুকদার এবং হাতেম আলী তালুকদার। খোয়াজ আলী তার বাড়ীতে বাংলা ঘরে প্রায় দুই বছর লেখা পড়া স্থান করে দেন। পরবর্তিতে বর্তমানে যেখানে বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেখানে তার ভাই মিলে ১২০ শতাংশ জমি দান করেন ঐ জমিতে চার চালা টিনের ঘরের মধ্যে লেখাপড়া চালিয়ে যাওয়া হয়। পরে মাটির কোঠা নির্মাণ করা হয়। তারপর সরকারী অনুদনে টিনের ঘর নির্মাণ করা হয়। তাপর পূণরায় নিমাণ করা হয় একটি বিল্ডিং। অবশেষে একটি বড় ধরনের মেরামতের টাকা দিয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা বিল্ডিং নিমাণ করে শ্রেণী কক্ষ চালিয়ে যাওয়া হয়। বর্তমানে দুটি ভবনই মেরামত করা অতি জরুরী।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | সদস্য সংখ্যা ১১ জন কমিটি গঠন ২০/০৬/২০১৩খ্রিঃ |
|
নাম | পদবী | |
১। আঃ বছির তালুকদার | সভাপতি | |
২। মোঃ নজরুল ইসলাম | সহ-সভাপতি | |
৩। আলহাজ নূরুল ইসলাম | বিদ্যুঃসাহী | |
৪। নূরজাহান বেগম | সদস্য | |
৫। মুহাম্মদ দুলাল মিয়া | সদস্য | |
৬। মোঃ শাহআলম সিকদার | সদস্য | |
৭। সখিনা বেগম | সদস্য | |
৮। মোঃ হেলাল মিয়া | সদস্য | |
৯। মালেকা বেগম | সদস্য | |
১০। কহিনূর আখতার | শিক্ষক প্রতিনিধি | |
১১। শাহীনূও আকতার | প্রধান শিক্ষক/সচিব |
৩ বছরের সমাপনী পরীক্ষা | ২০১২-১০০% ২০১৩-১০০% ২০১৪-১০০% |
১৯৮৬ সনে ১ জন সাধারণ
২০১২ সনে ১ জন সাধারণ
বিদ্যালয়টি দুই শিপট পর্যমত্ম চালু করা।
০১৭৩৬৫৫৬৮২২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস